বাংলা সি শার্প প্রোগ্রামিং টিউটোরিয়াল ১ - ইন্ট্রোডাকশন
আজকের এই পর্বে যা যা থাকছেঃ
১ । সি শার্প - ইন্ট্রোডাকশন ।
সি শার্প একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। পূর্ববর্তী প্রোগ্রামিং ভাষাগুলোর বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে মাইক্রোসফট করপোরেশন এই নতুন প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন করে।
অনেক গুলো প্রোগ্রামিং ভাষার মিশ্রণ বলে সি শার্প যে বৈশিষ্ট্য অর্জন করেছে তা হল ঃ
- এর বাক্যতাত্ত্বিক পরিশুদ্ধি জাভা এর চেয়ে বেশি, কিন্তু সহজতর।
- ইউজার ইন্টারফেস ভিত্তিক প্রোগ্রামিং-এর জন্য এই ভাষাটি পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে।
- এর সাহায্যে উইন্ডোজ ফোনের অ্যাপ ,ডেস্কটপ অ্যাপ,গেইমস্ তৈরী করা যায়।
২। একটি সহজ সি শার্প প্রোগ্রাম স্ট্রাকচার ঃ
using System; //এই ট্যাগলাইনটি ক্লাস সমূহের সংগ্রহশালা।
class Program //এই ট্যাগলাইনটি ফাংশন সমূহের সংগ্রহশালা।
{
static void Main() //প্রোগ্রাম কম্পাইল করার সময় এই ফাংশন থেকেই কম্পাইল শুরু হয়।
{
// ইনপুট আউটপুট ক্লাস হলো Console
Console.WriteLine("Welcome to c# training");
}
}
- output
৩। নেইমস্পেস কি?
using System এর মাধ্যমে আমরা নেইমস্পেস ঘোষনা করে থাকি (Namespace declaration)।
নেইমস্পেস হচ্ছে class,interface,struct,enum ,delegate এর সংগ্রহশালা। যা প্রোগ্রাম গঠনে ব্যবহার করা হয়।
যে প্রোগ্রামটি ব্যবহার করা হয়েছে ভিডিওটিতে ঃ
using System;
class Program
{
static void Main1()
{
Console.WriteLine("Welcome to c# training");
}
static void Main()
{
Console.WriteLine("Hello!");
Main1();
}
}
- output
আজকে আমরা যা শিখেছি তা সহজভাবে ভিডিও টিউটোরিয়াল আকারে দেখতে নিচের এই ভিডিওটি দেখতে পারবেন । যেটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে।
ভিডিও টিউটোরিয়াল ঃ
এই টিউটোরিয়ালটি থেকে আমরা যা পড়েছি এবং জেনেছি এ বেপারে কোনো মতামত জানাতে চাইলে কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে তা খুব সহজেই আপনারা কমেন্ট আকারে নিচে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ ।
Comments
Post a Comment